ওয়েবডেস্ক- প্রতিরক্ষায় (Defense) আত্মনির্ভর (Self Reliance) ভারত (India)। নয়া যুগের সূচনা হল Tejas Mk1A যুদ্ধ বিমান উড়ানের মধ্যে দিয়ে। এটি ভারতের তৈরি প্রথম যুদ্ধ বিমান। আত্মনির্ভর ভারতের দিকে আরও কয়েক ধাপ এগিয়ে গেল ভারত। যুদ্ধ বিমানে মাইলফলক ছুঁল দেশ। একাধিকবার ট্রায়ালের পর ১৭ অক্টোবর শুক্রবার আকাশে পাড়ি দিল Tejas Mk1A যুদ্ধবিমান।
এইচএএল, হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) (Hindustan Aeronautics Limited) ১৭ অক্টোবর তাদের নাসিক প্ল্যান্ট থেকে এই যুদ্ধবিমানের প্রথম উড়ান শুরু করে। গত মাসের শেষে অবসর নিয়েছে মিগ-21 যুদ্ধবিমান ৷ রাশিয়ার এই বিমানে জায়গা নিয়েছে তেজস এমকে-1এ যুদ্ধবিমান ৷ এই বিমান তৈরির বরাত পেয়েছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হাল) ৷ Tejas Mk-1A প্রতিরক্ষায় ভারতের এই পদক্ষেও দেশকে আরও শক্তিশালী করবে, দেশের মেক ইন ইন্ডিয়া (Make In India) অভিযানকে আরও গতি দেবে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Union Defence Minister Rajnath Singh) । তিনি তেজস প্রকল্পের তৃতীয় উৎপাদন লাইনের উদ্বোধন করবেন। এইচএএল ইতিমধ্যে দশটি বিমান তৈরি করেছে এবং পরীক্ষা চালিয়েছে। নাসিক এইচএএল-তৃতীয় উৎপাদন কেন্দ্র। এর বিশেষত্ব হল ৪.৫ জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট। যার অর্থ হল এটির মাধ্যমে এয়ার ডিফেন্স (আকাশ ), গ্রাউন্ড অ্যাটাক (স্থল ) মেরিটাইম (জল ) আক্রমণ শানাতে। শত্রুপক্ষের সব দিয়ে দিয়ে চাপের মুখে ফেলবে ভারতের এই যুদ্ধ বিমান।
আরও পড়ুন- বৈচিত্রময় হিমাচলকে কী স্বীকৃতি দিল UNESCO? জানলে গর্বিত হবেন
চীন ও পাকিস্তানের কাছে তেজস মার্ক ১ এ একটি বড়সড় হুঁশিয়ারি। এই বিমান প্রতিরক্ষায় ভারতের উন্নতির প্রতীক । এই যুদ্ধ বিমানটি সামনে আনার আগে একাধিক বার তার ট্রায়াল হয়, তার পরেই প্রথমবারের মতো বিমানটি আকাশে ওড়ে।
হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হাল) ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৮৩টি তেজস LCA Mk1A যুদ্ধবিমানের বরাত পেয়েছিল। এর মধ্যে ছিল ৭৩ টি যুদ্ধবিমান এবং ১০ টি ট্রেনার এয়ারক্রাফ্ট ৷ ৪৮ হাজার কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করে বিমান নির্মাতা সংস্থা ৷ প্রতিশ্রুতি ছিল চার বছরের মধ্যে অত্যাধুনিক তেজস যুদ্ধবিমান সরবরাহ করবে তারা। কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠেনি। পরে ৯৭ টি যুদ্ধবিমানের বরাত দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে ৷
এদিকে হাল-এর বেঙ্গালুরুর দু’টি শাখায় তেজস যুদ্ধবিমানের নির্মাণ কাজ চলছে ৷ ইতিমধ্যেই নাসিকে ১৫০ কোটি টাকা বিনিয়োগে আরেকটি শাখার সূচনা করেছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হাল)। এর ফলে প্রতি বছর বেঙ্গালুরুতে ১৬টি যুদ্ধ বিমানের পাশাপাশি নাসিকে আরও ৮টি যুদ্ধ বিমান তৈরি করতে পারবে হাল। প্রতি বছর ২৪টি তেজস যুদ্ধ বিমান প্রস্তুত করবে হাল।
দেখুন আরও খবর-